ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঠাও চালক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২২
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঠাও চালক প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বনানী টিএনটি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আনোয়ার হোসেন (৩০) নামে এক পাঠাও চালকের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার (৮ নভেম্বর) দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

আনোয়ারের বাড়ি শেরপুর সদর উপজেলার হাজিপুর গ্রামে। তার বাবার নাম মৃত হারেজ আলি।

ওসি নুরে আজম মিয়া বলেন, নিহত একজন পাঠাও চালক ছিলেন। তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে মারাত্মকভাবে আহত হন তিনি। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে আজ ভোরের দিকে তার মৃত্যু হয়। ঘটনার সময় মোটরসাইকেলে তিনি একাই ছিলেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২২
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।