ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি তোফাজ্জল হোসেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২২
অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি তোফাজ্জল হোসেন তোফাজ্জল হোসেন মিয়া

ঢাকা: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াকে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি পদে নিয়োগ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে এ নিয়োগ বিষয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ সচিব মো. ফজলে এলাহীর সই করা প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়- জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ২২ ধারার প্রদত্ত ক্ষমতাবলে মো. তোফাজ্জল হোসেন মিয়াকে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি পদে নিয়োগ দেওয়া হলো।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২২
এমইউএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।