কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলীতে একটি পাইপগানসহ শাহজাহান কবির (৩৫) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
বুধবার (৯ নভেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প এ তথ্য জানায়।
আটক শাহজাহান নিকলীর দামপাড়া ইউনিয়নের বড়কান্দা-দামপাড়া এলাকার মহিউদ্দিনের ছেলে।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নিকলীর গোদারঘাট এলাকায় অভিযান চালিয়ে শাহজাহান কবিরকে আটক করে র্যাব। এ সময় তার কাছ থেকে একটি পাইপগান, একটি মোটরসাইকেল, একটি মোবাইলফোন জব্দ করা হয়।
এলাকায় প্রভাব বিস্তার করার জন্য অস্ত্র নিজ হেফাজতে রেখেছিলেন বলে র্যাবের প্রাথমিক অনুসন্ধানে ও জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আটক শাহজাহান। এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে নিকলী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২২
এসআরএস