ঢাকা: চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মনিরুল হককে (৪৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
বুধবার (৯ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
এর আগে, মঙ্গলবার (৮ নভেম্বর) রাজধানীর উওরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
লে. কর্নেল আরিফ মহিউদ্দিন বলেন, মনিরুল হক ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তার নামে মামলা হওয়ার পর থেকে তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছেন।
তিনি আরও বলেন, মনিরুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২২
এমএমআই/জেডএ