ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে কাভার্ডভ্যানের ধাক্কায় লেগুনা চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২২
আড়াইহাজারে কাভার্ডভ্যানের ধাক্কায় লেগুনা চালক নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি লেগুনাকে আঘাত করলে লেগুনাটি উল্টে এর চালক রতন (৪৫) নিহত হয়েছেন।

বুধবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার লেঙ্গুরদী এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই মারা যান লেগুনা চালক রতন। দুজন যাত্রী গুরুতর আহন হন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

নিহত রতন আড়াইহাজার সদর পৌরসভার কৃষ্ণপুরার গিয়াস উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত বরাত দিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, লেগুনাটি চালাচ্ছিলেন রতন। তিনি ঢাকা-মদনপুর সড়ক দিয়ে প্রভাকরদী আসছিলেন। এ সময় বিপরীত থেকে আসা কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনাটিকে ধাক্কা দিলে লেগুনা উল্টে ঘটনাস্থলেই মারা যান রতন। এ ঘটনায় কাভার্ডভ্যান চালক পলাতক রয়েছেন। ঘাতক কাভার্ডভ্যানের চালককে ধরার চেষ্টা চলছে।

ওসি আরও জানান, এ ঘটনায় আহত দুজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জেনেছি। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২২
এমআরপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।