ঢাকা: নারায়ণগঞ্জের বন্দর সোনাচড় এলাকায় মাদক কারবারিদের ছুরিকাঘাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের দুই সদস্য আহত হয়েছেন।
বুধবার (৯ নভেম্বর) দুপুরে অধিদফতরের অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (নারায়ণগঞ্জ) ডেপুটি ডিরেক্টর মো. মামুন মোবাইলফোনে এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে নারায়ণগঞ্জ জোনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান বলেন, সকাল ৭টার দিকে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান ছিল। এতে কয়েক জনকে আটক করা হয়। পরে সংবাদে সোনাচড় গ্রামে এক মাদক কারবারিকে ধরতে তার একটি বাসায় যাই। ওই দুই সদস্য ঘরে ঢুকলে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মাদক কারবারি।
তিনি জানান, পরে আহত অবস্থায় দুজনকে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নাসির উদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শফিকুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২২
এজেডএস/এসএ