ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে অস্ত্রসহ ২ যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২২
শরীয়তপুরে অস্ত্রসহ ২ যুবক গ্রেফতার ফাইল ছবি

শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের পচ্চিম বালাকান্দি এলাকা থেকে দুইটি দেশীয় অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  

বুধবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।

 

গ্রেফতাররা হলেন- ময়মনসিংহ জেলার নজরুল দেওয়ানের ছেলে সাব্বির দেওয়ান (২৪) ও চাঁদপুর জেলার মাইনুদ্দিন খানের ছেলে সোহাগ খান (২৫)।

ওসি আসাদুজ্জামান হাওলাদার জানান, মঙ্গলবার (৮ নভেম্বর) পচ্চিম বালাকান্দি এলাকায় দীর্ঘ সময় ওই দুই যুবককে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হওয়ায় স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে দেশীয় দুই অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের নামে সখিপুর থানায় একটি মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২২
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।