ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকায় আসছেন ইইউ কমিশনার ইল্‌ভা ইয়োহানসন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২২
ঢাকায় আসছেন ইইউ কমিশনার ইল্‌ভা ইয়োহানসন

ঢাকা: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) স্বরাষ্ট্রবিষয়ক কমিশনার ইল্‌ভা ইউলিয়া মার্গারিতা ইয়োহানসন বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুই দিনের সফরে ঢাকায় আসছেন।

ঢাকা সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের সঙ্গে বৈঠক করবেন।

এছাড়া সাভারে ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় পরিচালিত একটি প্রকল্প পরিদর্শন করবেন এই ইইউ কর্মকর্তা।

ইল্‌ভা ইয়োহানসনের ঢাকা সফরে ইউরোপের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে নিরাপদ অভিবাসন ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় ইস্যু আলোচনা প্রাধান্য পাবে।

‘ট্যালেন্ট মাইগ্রেশন’ নামে গত বছর একটি কর্মসূচি চালু করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই কর্মসূচির আওতায় বিভিন্ন দেশ থেকে বৈধভাবে কর্মী নিতে আগ্রহী তারা। এর আওতায় বাংলাদেশ থেকেও কর্মী পাঠানোর সুযোগ রয়েছে। ইল্‌ভা ইয়োহানসনের সফরকালে ইউরোপে বৈধ পথে কর্মী পাঠানো নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

দুই দিন সফর শেষে আগামী শুক্রবার (১১ নভেম্বর) ঢাকা ত্যাগ করবেন ইলভা।  
 
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২২
টিআর/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।