ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সহায়তা দেওয়ার কথা বলে নবজাতক চুরি!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২২
সহায়তা দেওয়ার কথা বলে নবজাতক চুরি!

বগুড়া: বগুড়ায় নবজাতকের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার প্রলোভন দিয়ে নবজাতকটিকে চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (০৯ নভেম্বর) দুপুর ১টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে এ ঘটনা ঘটে।

নবজাতকটির মায়ের নাম ইতি (২৩)। তিনি বগুড়া সদর উপজেলার এরুলিয়া বানদিঘী এলাকার সৈকত হাসানের স্ত্রী।

শিশুটির নানী সালেহা বেগম জানান, এ মাসের ৫ নভেম্বর আমার মেয়ে ইতির প্রসব বেদনা শুরু হলে সন্ধ্যার দিকে তাকে হাসপাতালে ভর্তি করাই। পরদিন সে ছেলে সন্তানের জন্ম দেয়। আজ ইতি ও আমার বড় মেয়ে রোজিনা বাচ্চাটিকে নিয়ে গাইনি ওয়ার্ডে বসেছিল। এ সময় অজ্ঞাতনামা এক নারী আমাদের সরকারিভাবে পাঁচ হাজার টাকা সহায়তা করার আশ্বাস দেন। এই বলে তিনি আমার বড় মেয়ে রোজিনা ও নাতিকে নিচতলার বহির্বিভাগে নিয়ে আসেন। এক পর্যায়ে ওই মহিলা আমার বড় মেয়েকে কিছু কাগজ ফটোকপি করার কথা বলে আমার নাতিকে নিয়ে পালিয়ে যান।

শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান, আমরা পুলিশকে অবগত করেছি। আর্থিক সহায়তার কথা বলে এই ঘটনা ঘটেছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে মেডিকেলে থাকা সিসি ক্যামেরা দেখে অপরাধীকে শনাক্তের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২২
কেইউএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।