ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ত্রাণের চাল ক্রয় করে বাণিজ্য, ব্যবসায়ীকে অর্থদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২২
ত্রাণের চাল ক্রয় করে বাণিজ্য, ব্যবসায়ীকে অর্থদণ্ড

হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের কাছ থেকে কম দামে সরকারি ত্রাণের চাল ক্রয় করার অভিযোগে মোশাহিদ মিয়া নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয়েছে ত্রাণের ৯০০ কেজি চাল।

বুধবার (৯ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার কাকাইলছেও বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। নেতৃত্ব দেন আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম।  

কাকাইলছেও পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. রকিবুল হাসান ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর ছিলেন।  

জরিমানাপ্রাপ্ত মোশাহিদ ওই বাজারে চাল ব্যবসায়ী।  

জানা গেছে, বুধবার কাকাইলছেও এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে সরকারি ত্রাণ বিতরণ করা হচ্ছিল। উপকারভোগীদের কাছ থেকে সেই চাল অল্প মূল্যে কিনে ব্যবসা করছিলেন মোশাহিদ। খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ পরিচালনা করা হয়। এ সময় মোশাহিদের দোকান থেকে সরকারি ত্রাণের ৯০০ কেজি চাল জব্দ করা হয়। পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে মোশাহিদ জরিমানা টাকা পরিশোধ করেছেন।

আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।