চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় বেপরোয়া গতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাকিল (১৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন।
বুধবার (০৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কের বালু গ্রাম গোরস্থান মোড়ে ঘটে এ দুর্ঘটনা।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বাংলানিউজকে জানান, চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কের বালু গ্রাম গোরস্থান মোড়ে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাকিল নামে এক স্কুলছাত্র গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে জেলা আধুনিক সদর হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সদর থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২২
এফআর