ঢাকা: রাজধানীর মতিঝিলে সড়ক বিভাজকে (আইল্যান্ড) থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪৮ বছর।
বুধবার (৯ নভেম্ববর) মতিঝিল থানা পুলিশ পীরজঙ্গি মাজার এলাকার রেলওয়ে অফিসার্স কোয়াটারের বিপরীতে সদর রাস্তার সড়ক বিভাজক থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোয়া ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, মাঝ রাস্তার আইল্যান্ডের উপরে থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, অজ্ঞাত পরিচয় এ ব্যক্তি ভবঘুরে, পাশাপাশি মাদক আসক্ত ছিলেন। একদম রোগাক্রান্ত। তার নাম-ঠিকানা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২২
এজেডএস/এসএ