মাগুরা: মাগুরার শালিখা উপজেলার রামকান্তপুর ব্রিজ এলাকায় বাসচাপায় মামুন (২৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
বুধবার (৯ নভেম্বর) দুপুরের দিকে মাগুরা-যশোর সড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন ওই উপজেলার শতখালী গ্রামের হারুন-অর-রশীদের ছেলে।
মাগুরা হাইওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহাজালাল হোসেন জানান, মামুন দুপুর ১২টার দিকে আড়পাড়া বাজার থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ি শতখালী গ্রামে ফিরছিলেন। পথে রামকান্তপুর ব্রিজ এলাকায় এলে পেছন থেকে যশোরমুখী যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে শালিখা থানায় মামলা প্রক্রিয়াধীন। ঘাতক বাসটি চিহ্নিত করে জব্দ ও চালককে আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২২
এসআরএস