ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে কয়েল তৈরির অবৈধ কারখানা সিলগালা

ডিস্ট্রক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২২
রংপুরে কয়েল তৈরির অবৈধ কারখানা সিলগালা

রংপুর: রংপুরের কাউনিয়ায় কয়েল তৈরির অবৈধ একটি কারখানায় অভিযান চালিয়ে সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনী সহযোগিতা করেন।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত জানান, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার হারাগাছ পৌরসভার গফুরটারী মধ্যপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সাগর এন্টারপ্রাইজ নামে অবৈধ একটি কয়েল কারখানা সিলগালা করে দেওয়া হয়। এছাড়া কাজল কয়েল কারখানায় অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা ও কারখানা মালিককে সতর্ক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।