ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরগঞ্জে ট্রাকচাপায় ছাত্রদল নেতাসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২২
ঈশ্বরগঞ্জে ট্রাকচাপায় ছাত্রদল নেতাসহ নিহত ২

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কিশোরগঞ্জ মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটারসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেন উত্তেজিত জনতা।

বুধবার (০৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হারুয়া বাসস্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠ এলাকার কিশোরগঞ্জ মহাসড়কে ঘটে এ দুর্ঘটনা।

নিহতরা হলেন- ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের শহীদুল্লার ছেলে মো. ইলিয়াস সানি ইউসুফ (৩০) ও একই গ্রামের জাবেদুল ইসলামের ছেলে মো. আলমগীর (২৫)। এদের মধ্যে ইউসুফ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক ছিলেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পীরজাদা মোস্তাছিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সড়ক দূর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বর্তমানে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। বিস্তারিত পরে জানানো হবে।

তবে স্থানীয়রা জানান, নিহত ইলিয়াস সানি ইউসুফ ও আলমগীরকে সঙ্গে নিয়ে নাঈম নামের এক যুবক মোটরসাইকেল চালিয়ে মাইজবাগের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছনে থাকা কিশোরগঞ্জগামী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ইউসুফ ও আলমগীরের মৃত্যু হয়। তবে নাঈমকে আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে এ ঘটনার প্রতিবাদ জানালে দুই পাশে ব্যাপক যানযটের সৃষ্টি হয়। পরে স্থানীয় প্রশাসনের হস্থক্ষেপে সড়কের যান চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।