ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও!

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২২
বিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও!

ঢাকা: কেরানীগঞ্জ আটি বাজার এলাকায় বিয়ের দেড় মাসের মাথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন-ইসমাইল (২০) ও তার স্ত্রী মোসাম্মৎ কাজল আক্তার (১৮)।

মুমূর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে রাত পৌনে ২টার দিকে দায়িত্বরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন।

বুধবার (৯ নভেম্বর) রাত ১২টার দিকে কেরানীগঞ্জ সুজন হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইসমাইলের বাবার নাম মো. আলী। তারা কেরানীগঞ্জ আমবাগান এলাকার স্থায়ী বাসিন্দা। বর্তমানে আটিবাজার সুমন হাউজিং এলাকায় একটি বাসার চারতলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।

নিহতের বাবা মো আলী জানান, রাত ১২টার দিকে তিনি কর্মস্থল থেকে বাসায় আসেন। নিচের গেট বন্ধ থাকায় ওপরের চারতলার বারান্দা দিয়ে আমার ছেলে চাবি ছুড়ে মারার সময় সেই চাবি গিয়ে বাহিরে থাকা বিদ্যুতের তারের ওপরে পড়ে। পরে আমার ছেলে চারতলার বারান্দায় দাঁড়িয়ে একটি লোহার পাইপ দিয়ে চাবিটি নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। সেই সময় তার চিৎকারে তাকে বাঁচাতে এসে তার স্ত্রী কাজলও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে উভয়কেই হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

তিনি জানান, গত দেড় মাস আগে ইসমাইলের সাথে কাজলের ছেলের বিয়ে হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প (ইনচার্জ) ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, স্বামী-স্ত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৪৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২২
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।