ঢাকা: ৫ হাজার ইয়াবাসহ মিছবাহ উদ্দিন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা পুলিশ (ডিবি) গুলশান বিভাগ।
বুধবার (৯ নভেম্বর) দুপুরে রাজধানীর বনানী থানার মহাখালী এলাকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গোয়েন্দা-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ১২টার দিকে মহাখালী কাঁচা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারিকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে ভিত্তিতে তিনি জানান, আসামি কক্সবাজার জেলা থেকে ইয়াবা সংগ্রহ করে বাসে করে রাজধানীত আনতেন। এরপরে তিনি ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।
আসামি মিছবাহ উদ্দিনের বিরুদ্ধে বনানী থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৮০৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২২
এমএমআই/এএটি