গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে খেলনা পিস্তল ও একটি অটোরিকশাসহ দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
বুধবার (০৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার নাকাই-বোনারপাড়া সড়কের বাজুনিয়াপাড়া বটতলী মোড় থেকে তাদের আটক করেন স্থানীয়রা।
গ্রেফতার দুই ব্যক্তির বাড়ি জেলার সাদুল্লাপুর উপজেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অটোরিকশা দ্রুতগতিতে নাকাইহাট থেকে বোনারপাড়ার দিকে যাচ্ছিল। পথে তারা একটি রিকশাভ্যানকে ধাক্কা দিলে ওই ভ্যানচালক তাদের পিছু ধাওয়া করে বটতলী মোড়ে দুজনকে আটকে দেয়।
উভয় পক্ষের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে তারা কোমরে লুকিয়ে রাখা একটি পিস্তল বের করে ভ্যানচালককে গুলি করার ভয় দেখায়। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদের গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজার উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অটোরিকশা ছিনতাই করার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২২
এফআর