ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কুয়াশায় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২২
কুয়াশায় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলায় কুয়াশায় কারণে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত হয়েছেন। এ সময় এক পথচারীও আহত হন।

বুধবার (০৯ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার কচুয়াহাটে এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

নিহতরা হলেন সাঘাটা উপজেলার কচুয়াহাট গ্রামের আব্দুর রহিমের ছেলে নূরে আলম (৩৪) ও ছোট যোগীপাড়া গ্রামের আব্দুস ছালাম বাবুর ছেলে রনি মিয়া (৩২)। এছাড়া আহত পথচারী হলেন হাটকচুয়া গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে আবুল হোসেন (৫৫)।

স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে দুই বন্ধু বাড়ি থেকে মোটরসাইকেলে করে স্থানীয় ভরতখালী বাজারের দিকে যাচ্ছিলেন। পথে কচুয়াহাট সিএনজি স্ট্যান্ডের দিকে আসলে কুয়াশার কারণে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীসহ তারা সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়। আহত পথচারীকে  উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রজব আলী দুই যুবকের মৃত্যুর বিষয়টা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।