ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নদীতে মাছ ধরতে গিয়ে আর ঘরে ফেরা হলো না শুকুদ্দীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২২
নদীতে মাছ ধরতে গিয়ে আর ঘরে ফেরা হলো না শুকুদ্দীর

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে শুকুদ্দী (৬৫) লাশ হয়ে  ফিরলেন এক জেলে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোরে সদর উপজেলার বারদরিয়া এলাকায় মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে তিনি মারা যান।

নিহত শুকুদ্দী একই উপজেলার বারঘরিয়া জামাদার পাড়া মহল্লার মৃত আত্তাব আলীর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সাভিসের উপ-সহকারী পরিচালক ছাবের আলী জানান, শুকুদ্দী প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল ৬টার দিকে মহানন্দা নদীতে ব্রিজের নিচে মাছ ধরার জন্য যান। এক পর্যায়ে স্থানীয় লোকজন তাকে নৌকার ওপর দেখতে না পাওয়ায় খোঁজাখুঁজি শুরু করেন। তাকে না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে রাজশাহী থেকে ডুবুরী দল এসে সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।