ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় সুমাইয়া আক্তার ভাবনা (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০নভেম্বর) সকালে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা গ্রামে ডাইসু গাড়িচাপায় মেয়েটির মৃত্যু হয়।
নিহত ভাবনা গোদন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। সে ওই একই গ্রামের বাবুল হাওলাদারের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১১টার দিকে বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিল ভাবনা। পথে বিদ্যালয় সংলগ্ন সড়কে একটি ডাইসু গাড়ি তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে সে। স্থানীয়রা ভাবনাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মেয়েটির মৃত্যু হয়।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় নিহতের ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘাতক গাড়িটি জব্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২২
এসআরএস