ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

অসামান্য সেবা পদকে ভূষিত পায়রা বন্দরের চেয়ারম্যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২২
অসামান্য সেবা পদকে ভূষিত পায়রা বন্দরের চেয়ারম্যান

পটুয়াখালী: ২০২১ সালের অসামান্য সেবা পদকে ভূষিত হয়েছেন পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল।

নৌবাহিনীতে চাকরিরত অবস্থায় পেশাগত ও দেশের উন্নতিতে প্রশংসনীয় অবদান রাখায় ও দক্ষ ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তিনি এ পদকে ভূষিত হয়েছেন।

নৌবাহিনী সদর দপ্তরের পার্সোনেল সার্ভিসেস পরিদপ্তরের পরিচালক ক্যাপ্টেন মোহাম্মদ হাসান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আগামী ২১ নভেম্বর সশস্ত্রবাহিনী দিবস- ২০২২ এ নৌসদর দফতরের  ‘সাগরিকা’ হলে নৌবাহিনীর প্রধান পদকপ্রাপ্ত অফিসারদের অসামান্য সেবা পদক পরাবেন বলেও জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।