ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় একটি অটোরিকশা দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেছে। এতে প্রাণ হারিয়েছেন জিয়াউর রহমান (১৮) নামে এক অটোরিকশাযাত্রী।
শুক্রবার (১১ নভেম্বর) সকাল ১০টায় সদর উপজেলার সুলতানপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম জানান, সকালে সিএনজি চালিত একটি অটোরিকশা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশার যাত্রী জিয়াউর। এসময় আহত হন ওই অটোরিকশার অপর তিন যাত্রী।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২২
এসআই