ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২২
সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

সিলেট: সিলেটের সীমান্তবর্তী উপজেলা কানাইঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় রিয়াজ উদ্দিন (২৩) নামে এক আরোহী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই আরোহী।

শুক্রবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বড়দেশ নন্দিরাই জামে মসজিদের পাশে বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত রিয়াজ কানাইঘাট সদর ইউনিয়নের বীর দল ছোট ফৌদ গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তিনি একটি খাদ্যপণ্য কোম্পানির সেলসম্যান ছিলেন। পাশাপাশি কানাইঘাট ৬ নম্বর সদর ইউনিয়নের ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন বলে জানা গেছে।  

আহতরা হলেন- নূর আহমদ (২৫) ও ফাহাদ আহমদ (১৯)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই আরোহী নিয়ে মোটরসাইকেলটি চালাচ্ছিলেন রিয়াজ। পথে ঘটনাস্থলে এলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে আহত হন আরোহী তিনজন। তাদের উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রিয়াজকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুই আরোহী সেখানে চিকিৎসা দেওয়া হয়েছে।  

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ বিনা ময়নাতদন্তে নিয়ে দাফন করতে চাচ্ছেন স্বজনরা।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২২
এনইউ/এসআরএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।