নওগাঁ: নওগাঁর ধামইরহাটে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গণেশ সিং নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে ঘটে এ দুর্ঘটনা।
স্থানীয়রা জানান, ব্রাজিল ফুটবল দলের সমর্থক ছিলেন গণেশ সিং। আজ বাড়ির ভেতরে গাছে ব্রাজিলের পতাকা টাঙানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক গণেশকে মৃত বলে ঘোষণা করেন।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাড়ির ভেতরে আমগাছে পতাকা টাঙাতে উঠেছিল ওই যুবক। সেই দিক দিয়ে হাই ভোল্টেজ বৈদ্যুতিক তার গিয়েছিল। সেই তারে জড়িয়েই তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২২
এফআর