টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে কলেজ পড়ুয়া মেয়ের মৃত্যু হয়েছে। এই শোকে হেক্সিসল পান করে আত্মহত্যা করেছেন বাসুন্তি বণিক নামে এক নারী।
শুক্রবার (১১ নভেম্বর) সকালে উপজেলার উয়ার্শী ইউনিয়নের নগরভাতগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই গ্রামের প্রানতোষ বণিকের মেয়ে পূজা বণিক দীর্ঘদিন ধরে কিডনি জনিত রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পূজা। বাড়িতে মেয়ের মরদেহ আনার পর শুক্রবার সকালে মা বাসুন্তি বণিক হেক্সিসল পান করেন। তাকে উদ্ধার কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মির্জাপুর থানার উপ পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২২
আরএ