ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মাদক মামলায় এক বছরের সাজার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. রনি ওরফে রানাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) যাত্রাবাড়ী থানার ধোলাইপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেফতার রনির বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। মামলার পর থেকে তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবন-যাপন করে আসছিলেন।
তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২২
পিএম/আরবি