বাগেরহাট: ডেক ফেটে মোংলা সমুদ্র বন্দরের পশুর নদীর চরে আটকে পড়েছে ৮শ মেট্রিকটন কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ।
শুক্রবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় পশুর নদীর চরকানা এলাকায় এম ভি জুমায়রা-১ নামের ওই জাহাজটি আটকে যায়।
ডেক ফেটে গেলেও জাহাজের অভ্যন্তরে পানি প্রবেশ করেনি বলে জানিয়েছেন জাহাজের মাস্টার ফারুক গাজী।
মোংলা বন্দরের হাড়বাড়ীয়ার ৫ নম্বর এ্যাংকোরেজে থাকা বিদেশি এম ভি পিথাগোরাস জাহাজ থেকে সাড়ে ৮শ মেট্টিক টন কয়লা বোঝাই করে শুক্রবার (১১ নভেম্বর) সকালে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে ছেড়ে আসে কার্গোটি।
জাহাজের মাস্টার ফারুক গাজী বলেন, পশুর নদীর চরকানা এলাকায় ডুবে চরে ধাক্কা লেগে আমাদের জাহাজের দুই পাশের ডেক ফেটে যায়। তখন জাহাজটি দ্রুত চরে উঠিয়ে দেওয়া হয়। ফলে নদীতে ডুবে যাওয়া থেকে রক্ষা পেয়েছে জাহাজটি। জাহাজটি চরে আটকা থাকলেও জাহাজের অভ্যন্তরে পানি প্রবেশ করেনি। জাহাজটি ঝুঁকিমুক্ত অবস্থায় রয়েছে। ক্রেন এনে কয়লা অপসারণ করে জাহাজটি নিরাপদে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও বলে জানান তিনি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মাদ শাহীন মজিদ বলেন, জাহাজ আটকে থাকার বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২২
আরএ