ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

উপহারের ৩০টি মিউল সেনাবাহিনীর হাতে হস্তান্তর করলো ভারত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২২
উপহারের ৩০টি মিউল সেনাবাহিনীর হাতে হস্তান্তর করলো ভারত

বেনাপোল( যশোর): উপহার স্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীকে ৩০টি মিউল দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

শুক্রবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার সময় বেনাপোল-পেট্রাপোল বন্দরের নোম্যান্স ল্যান্ডে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে মিউলগুলো হস্তান্তর করেছে ভারতীয় সেনাবাহিনী।

মিউলগুলো হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন- ২১ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ এবং ভারতের পক্ষে উপস্থিত ছিলেন কর্নেল বিথুন মোহনলে, ও কর্নেল রাকেশ সিংসহ বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা।

বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ জানান, কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে মিউলগুলো বেনাপোল চেকপোস্ট থেকে সেনাবাহিনীর ট্রাকে করে যশোর নিয়ে যাওয়া হয়েছে। এর আগেও কয়েকটি চালানে ভারতীয় সেনাবাহিনী উপহার স্বরূপ প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া ও কুকুর দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।