ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

৮ বছর পর ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
৮ বছর পর ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়া: দীর্ঘ ৮ বছর পর ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে।

শনিবার (১২ নভেম্বর) এ উপলক্ষে জেলা জুড়ে উচ্ছাস বিরাজ করছে।

পুরো শহর ছেয়ে গেছে ব্যানার, ফেস্টুন আর তোড়নে। সম্মেলনকে ঘিরে সব ধরণের প্রস্তুতি শেষ হয়েছে। দুপুর ২টায় শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।

এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করীম সেলিম এমপি। বিশেষ অতিথি থাকবেন যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ কেন্দ্রীয় নেতারা।

ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর (৩) আসনের সংসদ সদস্য ও সম্মেলন প্রস্তুত কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে সম্মেলনে ৭৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে। সম্মেলনে বিপুল সংখ্যক লোকের সমাগম হবে। উৎসবমূখর আয়োজনের মাধ্যমে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্মেলন অনুষ্ঠানে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সম্মেলনে তৃণমূলের নেতাদের মধ্যে থেকে একটি শক্তিশালী কমিটি গঠন করা হবে।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৪ সালের ২৯ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।