ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

স্ত্রীকে জড়িয়ে ৯৯৯ নম্বরে মিথ্যা তথ্য দিয়ে স্বামী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
স্ত্রীকে জড়িয়ে ৯৯৯ নম্বরে মিথ্যা তথ্য দিয়ে স্বামী আটক আনোয়ার

নোয়াখালী: জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে মিথ্যা তথ্য দেওয়ার মো. আনোয়ার হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নোয়াখালীর সদর উপজেলায় এ ঘটনা ঘটে।

শনিবার (১২ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আনোয়ার সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের শুল্লুকিয়া গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে।

এসপি শহীদুল ইসলাম বলেন, শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে উপজেলার শুল্লুকিয়া গ্রামের যুবক আনোয়ার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান তার স্ত্রী ধর্ষণের শিকার হয়েছেন। এ খবর পেয়ে সুধারাম মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে জানতে পারে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। পরে আনোয়ারকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন মজা করার জন্য এমন কল করেছেন।

এসপি আরও বলেন, আনোয়ার আগেও ৯৯৯ ফোন করে এ রকম মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে হয়রানি করেছিলেন। তাই তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।