ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

দেশকে ব্যর্থ রাষ্টে পরিণত করা সেই বিএনপি-জামায়াত সক্রিয় হয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
দেশকে ব্যর্থ রাষ্টে পরিণত করা সেই বিএনপি-জামায়াত সক্রিয় হয়েছে বক্তব্য দিচ্ছেন মাহবুব উল আলম হানিফ

ব্রাহ্মণবাড়িয়া: কেন্দ্রীয় আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, যারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্টে পরিণত করেছিল সেই বিএনপি-জামায়াত এখন সক্রিয় হয়েছে। তারা বলছেন টেক ব্যাক বাংলাদেশ।

তারা বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যেতে চায়।  

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ চরম হতাশার রাষ্ট ছিল। এই বাংলাদেশকে জঙ্গিবাদের চারণ ভূমি বানানো হয়েছিল। জঙ্গি সংগঠন তৈরি হয়েছিল হাওয়া ভবনের নেতৃত্বে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।  

শনিবার (১২ নভেম্বর) বিকেলে শহরের নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়মী লীগের সম্মেলনে প্রধান বক্তা হিসেবে এ কথা বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকার ২৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে। শত ভাগ মানুষ এখন বিদ্যুতের সুবিধা পাচ্ছে। বাংলাদেশ এখন উন্নয়নশীল রাষ্ট্র। এখন এই উন্নয়নের ধারা অব্যাহত। ২০৪১ সালে আমাদের বাংলাদেশ উন্নত রাষ্টে হিসেবে প্রতিষ্ঠিত হবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদীর চৌধুরী, এমপির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, প্রধান বক্তা মাহবুব উল আলম হানিফ এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এমপি, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আব্দুস সবুর ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য পারভীন সুলতানা কল্পনা।  

সম্মেলনে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে সভাপতি আল মামুন সরকারকে সাধারণ সম্পাদক করে পাঁচজনের নাম ঘোষণা করা হয়।  

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।