ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

স্যান্ডেলের ভেতর হেরোইন লুকিয়ে রেখেছিলেন তিনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
স্যান্ডেলের ভেতর হেরোইন লুকিয়ে রেখেছিলেন তিনি আসামি সরেন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে ১০৭ গ্রাম হেরোইনসহ সীমান্ত সরেন (২৩) নামে এক বিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।


এর আগে, সকালে ফতুল্লা থানাধীন চাঁনমারি আর্মি মার্কেট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব। তখন সীমান্তের পায়ের স্যান্ডেলের মধ্যে বিশেষ কৌশলে লুকানো ১০৭ গ্রাম হেরোইনসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

সীমান্ত রাজশাহী জেলার গোদাগাড়ি থানাধীন মান্ডাইল এলাকার বিশ্বনাথ সরেনের ছেলে। আটক আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানায় র‍্যাব।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।