ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ প্রতীকী ছবি

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দু’জন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।


শনিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জেলা সদর উপজেলায় ফারাবাড়ী থেকে শহরের দিকে আসার পথে এ ঘটনা ঘটে।  
নিহতরা হলেন- জেলার সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী গ্রামের বাসিন্দা গিয়াসউদ্দিনের ছেলে মিন্টু (৩৫) ও আঁকচা ইউনিয়নের ফারাবাড়ী গ্রামের বাসিন্দা আফাজ উদ্দিনের ছেলে হাসান (৩০)।  

আহত ব্যক্তির নাম ফিরোজ হাসান। তিনি ফারাবাড়ী গ্রামের বাসিন্দা।

জানা গেছে, আহত দু’জনেই ব্যাটারিচালিত অটোরিকশা চালক। তারা ফারাবাড়ী থেকে শহরের দিকে আসছিলেন। পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন তিন আরোহী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহত তিনজনকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসক ওই দু’জনকে মৃত ঘোষণা করেন। আহত ফিরোজ চিকিৎসাধীন রয়েছেন।  

ঠাকুরগাঁও হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরুজ্জামান এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৮২০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।