ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঢাকা: রাজধানীর খিলক্ষেত এলাকার একটি ব্যস্ততম সড়কে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৩০) এক ব্যক্তির মৃত্যু হয়েেছ।  

শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী ইয়াসিন আরাফাত ইমন নামে এক যুবক জানান, খিলক্ষেত এলাকার একটি ব্যস্ততম সড়কে নারায়ণগঞ্জ থেকে একটি মোটরসাইকেল ঢাকার দিকে ঢুকছিল। মোটরসাইকেলটিতে দুইজন যাত্রী ছিল। আর ওই ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। তখন ওই পথচারীকে ধাক্কা দিয়ে মোটরসাইকেলটিও ছিটকে পড়ে। দেখতে পেয়ে তাদের ৩ জনকেই উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) জহির রায়হান জানান, এ ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী আহত হয়েছেন। তাদেরকে কুর্মিটোলায় চিকিৎসা দেওয়া হচ্ছে। অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০৮৩৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।