ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

ঘন কুয়াশায় ঢাকা কুড়িগ্রাম, জনজীবনে ভোগান্তি

ফজলে ইলাহী স্বপন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
ঘন কুয়াশায় ঢাকা কুড়িগ্রাম, জনজীবনে ভোগান্তি ঘন কুয়াশায় ঢাকা কুড়িগ্রাম। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: হিমালয় পাদদেশীয় বাংলাদেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে হঠাৎ ঘন কুয়াশার দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ।

রোববার (১৩ নভেম্বর) সকালে ঘন কুয়াশা থাকায় নৌ-চলাচল ব্যাহত হওয়াসহ মহাসড়ক ও আন্তঃউপজেলা সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহান চলাচল করেছে।

ঘন কুয়াশার কারণে নদ-নদীতে নৌ-যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। ফলে ঘাটগুলো থেকে নির্দিষ্ট সময়ে নৌকা ছাড়তে না পারায় ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন রুটের যাত্রীরা।

রৌমারী-চিলমারী রুটের নৌকার যাত্রী সোহেল মিয়াসহ একাধিক যাত্রীরা জানান, বলদমারা ঘাট থেকে সকাল ৭টায় নৌকা ছাড়ার সময় নির্ধারিত থাকলেও ঘন কুয়াশার কারণে দেরিতে ছেড়ে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বলদমারা ঘাটের নৌকার মাঝি জয়নাল হাজারী বাংলানিউজকে জানান, হঠাৎ করেই ঘন কুয়াশা পড়ায় নৌ-চলাচল ব্যাহত হওয়া সবার সিরিয়ালের নৌকা দেরিতে ছাড়তে হয়েছে।


বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।