ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ডাকাত বিলকু চট্টগ্রাম থেকে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ডাকাত বিলকু চট্টগ্রাম থেকে গ্রেফতার

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরের মনতোষ নামে এক চৌকিদারের পা কেটে ফেলার মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এবং অস্ত্র ও ডাকাতিসহ ছয় মামলার পলাতক আসামি ডাকাত বিলকু হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছে থেকে ১২ আনা ওজনের সোনার গহনা জব্দ করা হয়।

 

রোববার (১৩ নভেম্বর) সকালে তাকে গ্রেফতার করা হয়েছে। বিলকু উপজেলার উত্তর তারাবুনিয়া গ্রামের ফজলু হাওলাদারের ছেলে।  

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর শনিবার দুপুরে চট্টগ্রাম বন্দর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

ওসি জানান, মনতোষ নামে এক চৌকিদারের পা কেটে ফেলার মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। পা কাটা মামলা ছাড়াও তার নামে তিনটি ডাকাতি, একটি অস্ত্র আইনের মামলায় ওয়ারেন্টসহ মোট ছয়টি মামলা রয়েছে। গ্রেফতারের সময় তার কাছে থেকে ১২ আনা ওজনের সোনার গহনা জব্দ করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।