ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সুইমিংপুলে গোসলে নেমে প্রাণ গেল যুবকের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
সুইমিংপুলে গোসলে নেমে প্রাণ গেল যুবকের প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর আফতাব নগরের সি-ব্লকের একটি সুইমিংপুলে গোসল করতে নেমে সাদমান ওয়াকিল সিফাত নামে এক যুবক মারা গেছেন। তিনিবছর খানেক আগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে পাস করে বের হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।


 
রোববার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন বাড্ডা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে রিফাত আফতাব নগর সি-ব্লকের একটি  সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে ডুবে যায়। পরে সেখানকার লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় ফরাজী হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরও জানান, পুলিশ খবর পেয়ে শহীদ সোরোয়ার্দী হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়ার শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

সিফাত জামালপুরের ইসলামপুর উপজেলার রফিকুল ইসলামের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ী এলাকায় থাকতেন বলে পুলিশ জানতে পেরেছে। বিস্তারিত আরও জানার জন্য চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।