কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ৮৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।
রোববার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার বাস্তা ইউনিয়নের ভাওয়ারভিটি গ্রামে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী কেরামত আলী বলেন, আমি ব্যবসা প্রতিষ্ঠান থেকে তিন দিনের পণ্য বিক্রির ৮৫ লাখ টাকা নিয়ে আব্দুল্লাহপুর ব্যাংকে জমা দিতে যাচ্ছিলাম। আমার গাড়িটি ভাওয়ারভিটি এলাকায় পৌঁছালে একটি হায়েস গাড়িতে ১০/১৫ জন লোক নিজেদের আইনের লোক পরিচয় দিয়ে আমার গাড়িটির গতিরোধ করে এবং বলে আমার নামে অভিযোগ আছে তাই তাদের সঙ্গে কদমতলী যেতে হবে। আমি না যেতে চাইলে তারা কয়েকজন জোর করে আমাকে ও আমার ড্রাইভারকে গাড়িতে উঠিয়ে ফেলে এবং আমার সঙ্গে থাকা টাকা নিয়ে নেয়। এসময় আমি জান নিয়ে কোনোমতে পালিয়ে আসি।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ (সার্কেল) শাহাবুদ্দীন কবির বলেন, আমরা ব্যাপারটি মাত্র শুনেছি এবং ঘটনাস্থলে রওনা দিয়েছি। তদন্ত শেষে বিস্তারিত বলতে পারব।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
আরএ