যশোর: যশোরের অভয়নগরে দুটি হাত বোমাসহ তছির উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে আটকের দাবি করেছে পুলিশ। রোববার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধুলগ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক তছির উদ্দিনওই গ্রামের মৃত নওশেদ আলীর ছেলে ও একাধিক মামলার পলাতক আসামি সন্ত্রাসী গোফরানের বাবা।
অভয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন জানান, একাধিক মামলার পলাতক আসামি সন্ত্রাসী গোফরানের ভয় দেখিয়ে তার বাবা এলাকায় চাঁদাবাজি করছেন এমন অভিযোগ পাওয়া যায়। এরই প্রেক্ষিতে তছির উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির রান্নাঘর থেকে কালো টেপে মোড়ানো দুটি হাতবোমা সদৃশ বস্তু উদ্ধারসহ তাকে আটক করা হয়।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান বলেন, হাত বোমাসহ আটক তছির উদ্দিনের নামে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৮৪১ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
ইউজি/এমএমজেড