আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দুরন্ত বিপ্লবের মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
এক বিবৃতিতে তিনি দুরন্তের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
শোক বিবৃতিতে ওবায়দুল কাদের দুরন্ত বিপ্লবের রুহের মাগফেরাত কামনাসহ তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়- স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, শনিবার (১২ নভেম্বর) বুড়িগঙ্গা নদী থেকে দুরন্ত বিপ্লবের মরদেহ উদ্ধার হয়। মৃত্যুর সময় তার বয়স ছিল ৫১ বছর। তিনি স্ত্রী-মেয়ে ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
এমজে