ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটের ৪ জেলায় নবনির্বাচিত চেয়ারম্যানের শপথ সোমবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
সিলেটের ৪ জেলায় নবনির্বাচিত চেয়ারম্যানের শপথ সোমবার

সিলেট: সিলেটের চার জেলা পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ আগামীকাল সোমবার (১৪ নভেম্বর)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের শপথ বাক্য পাঠ করাবেন।

রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শপথ পাঠ করবেন এ চার নির্বাচিত চেয়ারম্যান। সদস্য পদে যারা নির্বাচিত হয়েছেন, তাদের শপথ পড়াবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম।

এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখার উপ-সচিব এস এম নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

শপথ পাঠ করবেন যারা-

সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয়বার জ পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। আর সুনামগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীকে হারিয়ে নির্বাচিত হন দলের বিদ্রোহী নুরুল হুদা মুকুট। ও হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ডা. মুশফিক হোসেন চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মূল শপথ অনুষ্ঠানস্থলে নির্বাচিত সব চেয়ারম্যান ও সদস্য কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস, কিংবা মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবেন না।   প্রত্যেককেই করোনা পরীক্ষা শেষ করে শপথ পাঠ অনুষ্ঠানে যোগ দিতে নির্দেশনা দেওয়া হলো।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
এনইউ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।