ঢাকা: রাজধানী থেকে পরিবহনের ৫ চাঁদাবাজকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। রোববার (১৩ নভেম্বর) রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মিন্টু মোল্লা (৪০), বাবুল ওরফে বিপ্লব (২১), বাপ্পি (৩২), সোহান (২১) ও নাদিম মাহমুদ (৩০)। এসময় তাদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন ও ৮ হাজার ৫৬০ টাকা জব্দ করা হয়।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (এএসপি) এনায়েত কবীর শোয়েব বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাজধানীর যাত্রাবাড়ী থানার দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালায় র্যাব-১০ এর একটি দল। অভিযানে আন্তঃজেলা ট্রাক, কাভার্ডভ্যান ও লরিসহ বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা আদায় করায় সময় ৫ চাঁদাবাজকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, তারা বেশ কিছুদিন যাবত যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ডভ্যান ও লরিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের নানারকম ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করতেন।
আসামিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলেও জানান (এএসপি) এনায়েত কবীর শোয়েব।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
এমএমআই/এমএমজেড