ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে পৃথক দুর্ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
পঞ্চগড়ে পৃথক দুর্ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু 

পঞ্চগড়: পঞ্চগড়ে পৃথক দুর্ঘটনায় আজমাইল (৪) নামে এক শিশুসহ তোফাজ্জল হোসেন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (১৩ নভেম্বর) জেলার তেঁতুলিয়া উপজেলা ও দেবীগঞ্জ উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশু আজমাইল তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের বোচাগছ গ্রামের আব্দুল জব্বারের ছেলে। তোফাজ্জল হোসেন নামের ওই বৃদ্ধ দেবীগঞ্জ উপজেলার বলরামপুর তাঁতীপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশু আজমাইল বোচাগছ গ্রামে নিজ বাড়িতে খেলা করছিল। একই সময় শিশুটির বাবা ও পরিবারের অন্য সদস্যরা বাড়ি থেকে কিছুদূরে থাকা একটি পুকুরে মাছ ধরতে যায়। এদিকে পাশে থাকা আরেকটি পুকুরের পাশে শিশুটি খেলাতে যায়। খেলার ছলে পুকুরের পানিতে পড়ে যায় সে। বেশ কিছুক্ষণ পর শিশুটির বাবা পুকুর থেকে ওপরে উঠলে পাশের পুকুরের পানিতে আজমাইলকে ভাসতে দেখে। সেখান থেকে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত ঘোষণা করেন।  

এদিকে দেবীগঞ্জের বলরামপুর তাঁতীপাড়া এলাকায় সকালে বৃদ্ধ তোফাজ্জল হোসেন বাড়ির পাশে বাঁশঝাড়ে বাঁশ কাটতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বাংলানিউজকে বৃদ্ধের মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।