ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত দুর্ঘটনাকবলিত অটোরিকশা

দিনাজপুর: দিনাজপুরে ট্রাকের ধাক্কায় বুলবুল আহমেদ (৫৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ওই ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

রোববার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার কাউগাঁ জালিয়াপাড়া পেট্রল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বুলবুল আহমেদ দিনাজপুর সদর উপজেলার ৪ নম্বর শেখপুরা ইউনিয়নের এলাকার মৃত একরামুলের ছেলে।

আটকরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার রমজান আলীর ছেলে ট্রাক চালক ফারুক (৩২) ও একই জেলার রহিমানপুর এলাকার আনারুল ইসলামের ছেলে হেলপার হাবিবুর রহমান (২১)।  

দিনাজপুর কোতোয়ালি থানার উপ পরিদর্শক মাসুদ (এসআই) স্থানীয়দের বরাত দিয়ে জানান, যাত্রী নামিয়ে অটোরিকশা নিয়ে শহরের দিকে ফিরছিলেন বুলবুল। পথে কাউগাঁ এলাকার জালিপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঠাকুরগাঁওগামী রড বোঝাই একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন বুলবুল। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

তিনি আরও জানান, চালক ও হেলপারসহ ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায় করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।