ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ছুরিকাঘাতে সৈকতের ফটোগ্রাফার নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
ছুরিকাঘাতে সৈকতের ফটোগ্রাফার নিহত  প্রতীকী ছবি

কক্সবাজার: কক্সবাজার শহরের চন্দ্রিমা এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ ইউসূফ নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে একই এলাকার সোহেল (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে।

 

রোববার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজার শহরের চন্দ্রিমা এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত ইউসূফ ওই এলাকার আব্দুল জব্বারের ছেলে। তিনি পেশায় সৈকতের ফটোগ্রাফার ছিলেন।  

নিহত ইউসুফের ভাই সৈয়দ আহমদ জানান, কিছুদিন আগে একটি তুচ্ছ ঘটনা নিয়ে ভাই ইউসুফের সঙ্গে একই এলাকার সোহেলের তর্কাতর্কি হয়। ওই ঘটনার জের ধরে রোববার বিকেলে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে স্থানীয় জনতা ধাওয়া করে তাকে ঘেরাও করে রাখলে কক্সবাজার সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক করে থানায় নিয়ে যায়।  

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।  

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে উত্তেজিত জনতা সোহেলকে ছিনিয়ে নেওয়ার চেষ্ঠা করে। এসময় উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এবং দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন। আহত পুলিশ সদস্যদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
এসবি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।