ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ওএমএসের ৩০০ বস্তা চাল জব্দ, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
গাজীপুরে ওএমএসের ৩০০ বস্তা চাল জব্দ, আটক ২

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন চত্বর বাজার এলাকায় একটি দোকান থেকে ৩০০ বস্তা ওএমএসের চাল জব্দ করেছে পুলিশ। এঘটনায় ওই দোকান মালিক ও কর্মচারীকে আটক করা হয়েছে।

 

আটক শিমুলতলী এলাকার বাসিন্দা ও দোকান মালিক সাইফুল ইসলাম স্বপন (৩৭) এবং তার দোকানের কর্মচারী আফজাল হোসেন।  

সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে চাল জব্দ এবং ওই দুইজনকে আটক করে।  

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চত্বর বাজার এলাকায় একটি দোকানে অভিযান চালানো হয়। এসময় ওই দোকান থেকে ওএমএসের ৩০০ বস্তা চাল জব্দ করা হয়। পরে দোকান মালিক ও কর্মচারীকে আটক করা হয়েছে। তবে কত কেজি চাল তা তাৎক্ষণিক পরিমাপ করা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
আরএস/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।