ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালীতে সড়ক দুর্ঘটনায় রাব্বি মিয়া (২৮) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করে পুলিশ।

এর আগে সোমবার (১৪ নভেম্বর) দিনগত রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এরশাদ আলী জানান, সোমবার দিনগত রাতে কুতুবখালী হাইস্কুলের সামনের রাস্তায় কোনো যানবাহন ওই অটোরিকশাচালককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।  

তিনি আরও জানান, গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

বরগুনার আমতলী উপজেলার আলী মিয়ার ছেলে রাব্বি। এক ছেলে ও এক মেয়েসহ স্ত্রী নিয়ে যাত্রাবাড়ীর ছনটেক ঈশাখা গলিতে থাকতেন রাব্বি।

নিহত রাব্বির বাবা আলী মিয়া জানান, সোমবার বিকেলে অটোরিকশা রেখেই পরিচিত একজনের সঙ্গে দেখা করতে বের হয় রাব্বি। এরপর রাত ১১টার দিকে পরিচিত একজন তাকে ফোন করে জানান, কুতুবখালী স্কুলের সামনের রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মারা গেছে রাব্বি। এরপর সেখানে গিয়ে ছেলের মরদেহ দেখতে পান।  

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।