ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ফসল রক্ষায় বন্যহাতি তাড়াতে গিয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
ফসল রক্ষায় বন্যহাতি তাড়াতে গিয়ে যুবকের মৃত্যু

নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাঠের ফসল রক্ষায় বন্যহাতি তাড়াতে গিয়ে নুরুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের সন্ন্যাসিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি একই গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, দিনগত রাতে হঠাৎ ভারতের বেদগড়া থেকে কৃষকদের ফসলের খেতে আসে একদল বন্যহাতি। আট/নয়জন গ্রামবাসী বন্যহাতি তাড়াতে মাঠে যান। এসময় বন্যহাতি গ্রামবাসীদের তাড়া করলে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও বন্যহাতি নুরুলকে শুঁড়ে আটকে আছার মারে।

এ ঘটনার পর নুরুলকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।