ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শৈলকুপায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
শৈলকুপায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় শীতালি বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে বগুড়া ইউনিয়নের ওই বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- শীতালি গ্রামের রশিদ খা (৬৫), মহিদুল মোল্লা (৫০), মেনেস্টার মোল্লা (৬০), বিস্তার মোল্লা (৬২) ও সেন্টু খাঁসহ (৫০) অন্তত ১০ জন। আহতরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়রা জানান, গত রোববার (১৩ নভেম্বর) ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলন থেকে ফেরার পথে ওই ইউনিয়নের দলিলপুর গ্রামের আওয়ামী লীগ নেতা নায়েব আলী ও শীতালি গ্রামে আওয়ামী লীগ নেতা লাল্টু জোয়ার্দ্দারের সমর্থকদের মাঝে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে মঙ্গলবার সকালে শীতালি বাজারে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, শীতালি বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।